বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের বরিয়াচারা গ্রামের মোঃ মরহুম মঙ্গল ফকিরের ছেলে মোঃ সামছুজ্জামান (শামসুল) কে খুঁজে পাচ্ছে না তাঁর পরিবার।গত ১৫/০৯/২০২২ইং ভোরে প্রতিদিনের ন্যায় হাঁটতে বের হয়ে ছিলেন সামছুল। পরবর্তীতে তিনি আর বাসায় ফিরেন নাই এবং আত্মীয়-স্বজনদের সাথে যোগাযোগ করেও তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের বিষয়ে শুক্রবারে বাঙ্গরা বাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি নং ৭২৭/২২) করেন সামছুজ্জামানের স্ত্রী শারমিন আক্তার।
সর্বশেষ বাড়ি থেকে বের হওয়ার সময় ৪৩ বছর বয়স্ক সামছুজ্জামান সামছুলের পরনে ছিল টি-শাট ও টাউজার, তাহার গায়ের রং শ্যামলা ও মুখে দাড়ি রয়েছে। উচ্চতা আনুমানিক ৫ ফুট ৫ ইঞ্চি।
নিখোঁজ সামছুজ্জামান সামছুলের স্ত্রী শারমিন আক্তার জানান: গতকাল সকাল থেকে পাওয়া যাচ্ছে না, তিনি একজন স্ট্রোকে আক্রান্ত রোগী ছিলেন, প্রতিদিনের মত সকালে নাস্তা করে তিনি হাঁটতে বের হয়েছিলেন কিন্তু এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায় নাই। যদি কোন সুহৃদবান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে 01734476406 এবং 01319295490 এই ফোন নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics