Daily Frontier News
Daily Frontier News

মশিউর রহমান মৃধা দঃ ভিটাবাড়ীয়া জামেইয়া ফাতেমিয়া বালিকা দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত ||

 

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ-

পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দক্ষিণ ভিটাবাড়ীয়া জামেইয়া ফাতেমিয়া বালিকা দাখিল মাদ্রাসার পুনরায় সভাপতি নির্বাচিত হন ভিটাবাড়ীয়ার কৃতি সন্তান ভাণ্ডারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ভিটাবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মো মশিউর রহমান মৃধা।

অদ্য ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এর নির্দেশক্রমে উপ রেজিস্ট্রার (প্রশাসন) এর একটি স্বাক্ষরিত প্রজ্ঞাপন (বামশিবো/প্রশা/২২১২১১০২৬৭৪১/৫৬৮৭১/নথি নং-০২) এ দক্ষিণ ভিটাবাড়ীয়া জামেইয়া ফাতেমিয়া বালিকা দাখিল মাদ্রাসা পরিচালনার জন্য ১০ সদস্যদের সমন্বয়ে একটি কমিটি অনুমোদন দেয়া হয়।

অত্র কমিটিতে মো মশিউর রহমান মৃধা কে সভাপতি ও পদাধিকারবলে অত্র মাদ্রাসার সুপারকে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়।

অত্র মাদ্রাসার শিক্ষক ও কমিটির সাধারন শিক্ষক সদস্য আবু সাঈদ মো ফোরকান বলেন, জনাব মো মশিউর রহমান মৃধা কে সভাপতি হিসেবে পেয়ে আমরা অত্যন্ত খুশি, কেননা তার মাধ্যমে বিগত দিনে মাদ্রাসার কাঠামোগত ও মনিটরিং এর মাধ্যমে শিক্ষারমান ব্যাপকভাবে উন্নয়ন সাধিত হয়েছে, মাদ্রাসার সামনের বাউন্ডারি ওয়াল নির্মাণ তার মাধ্যমেই হয়েছে, আরও কাজ ভবিষ্যতে হবে বলে মনে করছি।

Daily Frontier News