আবু জাহান তালুকদার, সুনামগঞ্জ ::
জমকালো আয়োজনের মধ্যদিয়ে বিশ্বম্ভরপুরে যুবলীগ নেতা লুৎফুর রহমান নাঈম-এর জন্মদিন পালন করা হয়েছে। তিনি বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য পদে রয়েছেন।
লুৎফুর রহমান নাঈম উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান নজরুল ইসলামের ছেলে। ১৯৮৬ সালের ৮ সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন। বৃহস্পতিবার তিনি ৩৭ বছরে পা রাখছেন।
জানা গেছে, যুবলীগের এই নেতার জন্মদিন উপলক্ষে মিয়ারচর বাজারে যুবলীগের কার্যালয়ে স্হানীয় নেতাকর্মীদের এক মেলবন্ধন তৈরি হয়। আলোচনা শেষে এক জমকালো আয়োজনের মধ্যদিয়ে রাত ১০টার দিকে কেক কাটেন এই যুবলীগ নেতা। এসময় নেতাকর্মীদের মধ্যে এক আনন্দঘন পরিবেশ তৈরি হয়।
এসময় উপজেলা যুবলীগের সদস্য মিজানুর রহমান, যুবলীগ নেতা শামীম মিয়া, সোলাইমান শিকদার, নুর উদ্দিন খান, মিলন মিয়া, রুবেল মিয়া, মোশারফ হোসেন, উৎপল রায়, সেলিম মিয়া, ইকবাল হোসেন, সুমন মিয়া, মিজান, মহিবুর, আকিনুর, সুজন মিয়া ছাত্রলীগ নেতা ইবাদুর রহমান শুভ সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics