Daily Frontier News
Daily Frontier News

প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ISO ৯০০১:২০১৫ সনদপ্রাপ্ত

জামাল উদ্দিন  স্বপন

 

সম্প্রতি প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড United Certification Services Ltd. (UNI-CERT) কর্তৃক ISO ৯০০১:২০১৫ সনদপ্রাপ্ত হয়েছে। টঘও-ঈঊজঞ এর এশিয়া অঞ্চলের পরিচালক ইঞ্জি. এম লিয়াকত আলী আনুষ্ঠানিকভাবে কোম্পানীর মাননীয় অতি. ব্যবস্থাপনা পরিচালক শাখাওয়াত হোসেন মামুন এর নিকট উক্ত সনদ হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মো. জাহেদুল ইসলাম (জাহিদ), ব্যবসা উন্নয়ন বিভাগের ইনচার্জ অতি. ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল হুদা ডিউক এবং ম্যানেজম্যান্ট রিপ্রেজেনন্টেটিভ ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমানসহ কোম্পানীর সকল বিভাগীয় প্রধানগণ।
উল্লেখ্য, প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি মানবিকতায় অনন্য অবদান রেখে চলেছে। দেশের বীমা শিল্পে কোম্পানীটি বেশ সুপরিচিত এবং সুনামের সাথে এগিয়ে চলেছে।

Daily Frontier News