শেখ খায়রুল ইসলাম
পাইকগাছা খুলনা প্রতিনিধি:-
খুলনার পাইকগাছার হরিঢালী ইউনিয়নে,হরিঢালী আদর্শ যুব সংঘের সকল সদস্যদের উপস্থিতিতে ১৪ই অক্টোবর সন্ধ্যায় হরিঢালী আদর্শ যুব সংঘের পূনাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।সকলের সম্মতি ক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ সোহেলুরজামান (বাবু)
সহ সভাপতি জাকারিয়া বাবু,আনন্দ দাশ, মনিরুল সরদার,সাধারণ সম্পাদক জয়ন্ত মজুমদার(তনু),সহ সম্পাদক কামরুল গাজী,যুগ্ন সম্পাদক শেখ শামীম হোসেন, কোষাধ্যক্ষ রাজু মোড়ল,সহ কোষাধ্যক্ষ সবুজ গাজী, সাংগঠনিক সম্পাদক রিমন হোসেন,ক্রিয়া ও প্রচার সম্পাদক সোহেল হোসেন,কার্যকারী সদস্য আফজাল হোসেন,হাসান গাজী।অনুষ্ঠানে উপস্থিত থেকে সদ্য ঘোষিত কমিটি বরণে ছিলেন বীরমুক্তিযোদ্ধা হায়দার আলী, বাংলাদেশ কাস্টমস অফিসার লুৎফার রহমান,হরিঢালী পুলিশ ক্যাম্পের এ এস আই শামীম হোসেন,ইউপি সদস্য হাবিবুর রহমান,মুনশি সাফায়ত হোসেন,প্রদিপ চন্দ্র দত্ত,মুনশি কাজল,তানজিম মুস্তফিজ(বাচ্চু), আজমল হোসেন বাবু প্রমূখ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics