নরসিংদী প্রতিনিধিঃ
আজ ১৭ অক্টোবর উৎসব মুখর পরিবেশে নরসিংদী জেলা পরিষদ নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়। আনন্দঘন পরিবেশে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটাররা যার যার ভোট সঠিকভাবে দিতে পেরে নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের কে ধন্যবাদ জানান।
নরসিংদী জেলার ৬ টি কেন্দ্রে ১৩ টি বুতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে নরসিংদী জেলা আওয়ামী লীগের কোন্দল রয়েই গেল। নরসিংদীর রাজনৈতিক বুদ্ধারা মনে করেছিল মতিন ভূইয়ার বিজয় হলে জি এম তালেব ও পীরজাদা কাজী মোহাম্মদ আলীর নেতৃত্বে নরসিংদীতে একটি ঐক্যবদ্ধ আওয়ামী লীগ হবে।কিন্তু বাস্তবে হয়েছে গুরে বালি। এই নির্বাচনে নরসিংদী জেলার নির্বাচিত জন প্রতিনিধিরা জেলা আওয়ামী লীগ কে ব্যলটের মাধ্যমে প্রতিহত করেছে। জি এম তালেব, পীরজাদা মোহাম্মদ আলী ও নরসিংদী জেলার বিতর্কিত সাবেক চেয়ারম্যান ও প্রশাসক মতিন ভূইয়া কে ব্যালটের মাধ্যমে জবাব দিয়েছে।
আনারস মার্কায় মনির হোসেন ভূইয়া ভোট পেয়েছেন ৬২২,আব্দুল মতিন ভূইয়ার কাপ পিরিচ পেয়েছ ৩৫০,লিটু মোটরসাইকেল পেয়েছে ২১ ভোট। মোট ভোট কাস্টিং হয়েছে ৯৯৪ এবং ১ ভোট বাতিল হয়েছে। কেন্দ্র থেকে ঘোষিত নবনির্বাচিত নরসিংদী জেলা আওয়ামী লীগকে তৃণমূল আওয়ামী লীগ প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন নরসিংদী জেলা ও শহর আওয়ামী লীগের একাধিক নেতৃবৃন্দ । নরসিংদী জেলায় বর্তমানে আনন্দের জোয়ারে বাসছে ।
মনির হোসেন ভূঁইয়া জানান, এ বিজয় নরসিংদীবাসীর, এ বিজয় তৃণমূল আওয়ামী লীগের । আমি ঐক্যবদ্ধভাবে দল মত নির্বিশেষে জেলা পরিষদ পরিচালনা করব ইনশাল্লাহ।
আমি সকলের দোয়া ও সহযোগিতা চাই।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics