বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।
আসন্ন ১৭ অক্টোবর কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে বুড়িচং ওয়ার্ড থেকে এলাকাবাসী সমর্থিত তালা প্রতীকের প্রার্থী , বাংলাদেশ তরিকত ফেডারেশন কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক ও মাধবপুর দরবার শরীফের গদ্দিনশীন আলহাজ্ব ডাক্তার এম এ কাদের খান মাধবপুরী তালা প্রতীক নিয়ে প্রতিদিন বুড়িচং উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে ভোটারদের ধারে ধারে গিয়ে মতবিনিময় ও প্রচারণা সভার মাধ্যমে ভোট প্রার্থনা করছেন । তিনি বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন বল জানান। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এলাকাবাসীর দাবি পূরণের লক্ষ্যে এবং প্রচার-প্রচারণায় ভালো অবস্থানে থাকা তালা প্রতীকের প্রার্থী ডা: এম এ কাদের খানের অন্যান্য প্রার্থীদের তুলনায় প্রচারণায় ভিন্ন মাত্রা লক্ষ্য করা যায়, প্রত্যেক ভোটারের বাড়িতে বাড়িতে গিয়ে দোয়া ও সমর্থন আদায়ের চেষ্টা, চিকিৎসা সেবা, তরিকতপন্থীদের মন জয় এবং দোয়া ও মোনাজাতের মাধ্যমে বিভিন্ন সভা পরিচালনা করা।
ডাক্তার এম এ কাদের খান বলেন, আমি বিগত প্রায় ৩০ বছর যাবত ছাত্র রাজনীতি থেকে শুরু করে বর্তমানে ১৪ দলীয় জোটের অন্যতম দল বাংলাদেশ তরিকত ফেডারেশনের কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। পাশাপাশি মানবতার সেবায় চিকিৎসায় নিয়োজিত আছি ,বাকি জীবনটাও বুড়িচংয়ের কল্যাণে কাজ করে যেতে চাই।
সাধারণ মানুষের সেবা করার উদ্দেশ্যে আমি জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রার্থী হয়েছি। আমি যদি আপনাদের দোয়া ও ভোটে নির্বাচিত হই আমার প্রিয় বুড়িচং উপজেলা (ওয়ার্ড) কে একটি আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো। নির্বাচিত হলে জেলা পরিষদ থেকে যে সকল বরাদ্দ আসবে সব উন্নয়নে বিলিয়ে দেব। রাস্তাঘাট , পুল- কালভার্ট, মসজিদ- মক্তব, কবরস্থান ,গাইডওয়াল নির্মাণ সহ যাবতীয় উন্নয়ন কাজ করে যাব – ইনশাল্লাহ। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন , আমি যদি নির্বাচনে আপনাদের মূল্যবান ভোটে জয়ী হতে পারি তাহলে সমাজের নিরীহ গরিব মানুষের পাশে দাঁড়াবো , মাদক মুক্ত একটি আধুনিক (উপজেলা) ওয়ার্ড করার স্বপ্ন বাস্তবায়ন করব। তিনি আসন্ন ১৭ অক্টোবর নির্বাচনে তালা প্রতীক নিয়ে মাঠে আছেন , মাঠে থাকবেন বলেও জানান।
উল্লেখ্য, ডা: এম এ কাদের খান গত জেলা পরিষদ নির্বাচনে তিনি প্রার্থিতা ঘোষণা দিয়েছিলেন। পরে , মরহুম আব্দুল মতিন খসরুর পরামর্শে নির্বাচন থেকে সরে দাঁড়ান। তিনি আশা করেন, বিজয়ী হলে সরকারী বরাদ্দ স্বাভাবিক যা আসে লবিং করে আরো বেশি বরাদ্দ আনতে পারবেন এবং সেবাও বেশি করতে পারবেন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics