গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির
কবিতা ছেপেছে ; দিয়ে দিন পোস্ট।
দুধ চা খাচ্ছেন ? সঙ্গে টোস্ট বিস্কিট
দারুণ ! দারুণ ! ছবিটা ছাড়ুন –
সারা পৃথিবীর নজর কাড়ুন।
এই যে মশাই , কার বাড়ি বসে
খাচ্ছেন রোস্ট? দেশি না বিদেশি?
কথাটা লিখে, আপনিও দিন পোস্ট
মুহুর্তে হাজার লাইক।
ফুল তুলছেন? পোস্ট দেন নাই?
ভুল করছেন, আরে ভাই দেখুন-
আমার বন্ধু সারোয়ার-
যদি পাখি কিংবা দামী কিছু
অথবা,কচুশাক কিংবা পাকা কুল-
কিনে এনে দিয়ে দেবে পোস্ট,
সে-কি হুলস্থুল!
তা নিয়ে ফেসবুকে !
লাইকে লাইকে সারোয়ার
সে কি মশগুল।
তবে ভাই, মনে রাখা চাই
কত কিছু দেখি, কত কিছু খাই,
কত কিছু দেই, কত কিছু পাই ,
কত জায়গাতে ছুটে যাই –
সব কি দেওয়া যায় ওয়ালে?
মুরগি মানায় মুরগির খোয়ারে,
গরুকে মানায় গোয়ালে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics