Daily Frontier News
Daily Frontier News

ওসমানীনগরে দেয়াল ঘড়ির পক্ষ্যে একাত্মতা ঘোষণা করলো সম্মামনা ইসলামিক দল সমূহ

 

 

নিজস্ব প্রতিনিধি::

 

আগামী ২ নভেম্বর সিলেট জেলার ওসমানীনগর উপজেলা নির্বাচন।
উক্ত নির্বাচনে খেলাফত মজলীস মনোনিত চেয়ারম্যান প্রার্থী হাফিজ ছইদুর রহমান চৌধুরীর দেয়াল ঘড়ির পক্ষ্যে একাত্মতা ঘোষণা করলো ওসমানীনগর উপজেলার সম্মামনা ইসলামিক দল সমূহ।দেওয়াল ঘড়ি
কে বিজয় করতে গত কাল ২৯ অক্টোবর শনিবার রাত ৮ ঘঠিকার সময় উপজেলার গোয়ালাবাজারস্থ রাজভোজন রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় আলেম-উলামা ও সর্বস্তরের জনগণ কর্তৃক মনোনিত খেলাফত মজলিস থেকে দলীয় প্রতিক দেওয়াল ঘড়ি মার্কায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ছইদুর রহমান চৌধুরীর জন্য মাঠে কাজ করার ঘোষণা ব্যক্ত করে বক্তারা নিজ নিজ দলের কর্মী ও সমর্থকদের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণনের আহ্বান জানান বক্তারা।খেলাফজ মজলিস উপজেলা সভাপতি মাওলানা শুয়াইব আহমদের সভাপতিত্বে ও নির্বাচনি প্রেস সচিব মুফতী মিনহাজ উদ্দীন মিলাদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন,আসন্ন ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যন পদপ্রার্থী সিলেট জেলা খেলাফত মজলিসের শিক্ষা বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট সালিস ব্যক্তিত্ব হাফিজ  ছইদুর রহমান চৌধুরী,সিলেট সদর উপজেলার ২ নং হাটখোলা ইউনিয়নের চেয়ারম্যান খেলাফত মজলিস নেতা মাওঃ কে এম রফিকুজ্জামান।জমিয়তে উলামায়ে ইসলাম ওসমানীনগর সভাপতি ক্বাজী মাওঃ আমিন উদ্দীন,সেক্রেটারি হাফিজ মাওঃ আব্দুস সালাম।বাংলাদেশ খেলাফত মজলিস ওসমানীনগর উপজেলা সহ সভাপতি মৌলভী আব্দুল মালিক,সেক্রটারী ডাক্তার মাওঃ হাবিবুর রহমান জাহান,জয়েন্ট সেক্রেটারি মাওঃ শাহ ফয়সল আমীন। ইসলামী আন্দোলন উপজেলা সেক্রেটারি হাফিজ মাওঃ আহমদুল্লাহ আনসারী। খেলাফত মজলিস উপজেলা দায়িত্বশীল হাফিজ মাও.আফজাল হুসাইন,সাবেক ছাত্র নেতা কে.এম রায়হান। জমিয়তে উলামায়ে ইসলাম থানা যুগ্ন সম্পাদক মাও.ইমরান আহমদ, প্রচার সম্পাদক মাও.ইমদাদুর রহমান,সহ প্রচার সম্পাদক হাফিজ মাও.জাবির খান, ছাত্র মজলিস সাবেক থানা সভাপতি মইনুল ইসলাম মাশকুর,সাদীপুর খেলাফত মজলিস সেক্রেটারী মাও.ইবাদ আহমদ, মাও. কামরুল ইসলাম, মাও.শামসুল ইসলাম, হাফিজ মিসবাহ, প্রমুখ।

Daily Frontier News