নিজস্ব প্রতিনিধি::
ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি এখনও।তবে সিলেট এর ওসমানীনগরে বইছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া।সমগ্র উপজেলা জুরে নির্বাচনী তোড়জোড় শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা।বিশেষ করে সরকারি দল আওয়ামী লীগের প্রার্থী হতে তোড়জোড় বেশি।সুষ্ট এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে সংবিধানের ১১৮ থেকে ১২৬ ধারায় নির্বাচন কমিশনকে নানা ক্ষমতা দেওয়া হলেও অতীতের নির্বাচন গুলি ছিল প্রশ্নবিদ্ধ।কমিশন অদৃশ্য কারণে যথাযথভাবে তাদের ক্ষমতা প্রয়োগ করেনি। কাজেই এ নির্বাচনে বিএনপি তথা বিরোধী জোট দলীয়ভাবে নির্বাচনে অংশ না-নেওয়ার সম্ভাবনা বেশি।তবে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ গ্রহণের এখতিয়ারে দল হয়তো বাঁধা দিবেনা।কে এম রায়হান আহমদ চৌধুরী ওসমানীনগর উপজেলার একজন তরুন সমাজসেবী ও সংবাদ কর্মি সাবেক ছাত্রনেতা।সিলেটের নবদুত সামাজিক ফোরামের ভাইস চেয়ারম্যান,ওসমানীনগর উপজেলা সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক ও রাহমানীয়া তালীমুল কোরআন মাদ্রাসার প্রিন্সিপাল,মানবতার ফেরিওয়ালা খ্যাত কে এম রায়হান আহমদ চৌধুরী আসন্ন ওসমানীনগর উপজেলার ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করায় সমগ্র উপজেলা সহ নিজজন্ম ভূমি দয়ামীর জালালপাড়া গ্রামে আনন্দের বন্যা বইছে।করোনা মহামারি,বন্যা,খড়ায়,জল ও জলোচ্ছাসে গরীব অসহায়দের দরজায়-দরজায় ত্রানের প্যাকেট নিয়ে কড়া নাড়ানো রায়হান এলাকার এক জনদরদী নাম।দূর্নীতির উর্ধ্বে উঠে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। উপজেলার দীর্ঘ দিনের দালালী প্রথাকে নিরোদ্দেশ পাঠাতে কে এম রায়হানের বিকল্প নেই বলে মনে করেন তার অনুগতরা।কে এম রায়হান এবাবের উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে চমক দেখাতে পারেন বলে আশাবাদি এলাকার সাধারণ মানুষ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics