ইউরোপ ও ইউকের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন ION TV তে সিলেট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেটের প্রথম নিবন্ধিত পোর্টাল আজকের সিলেট ডট কম পত্রিকার মোঃ ফারুক মিয়া ফারুক । শনিবার ১৮ই মার্চ তিনি নিয়োগ পান ইউরোপ ও ইউকের জনপ্রিয় টিভি চ্যানেল ION TV তে।
মোঃ ফারুক মিয়া ফারুক জাতীয় দৈনিক লাল সবুজের দেশ ও জাতীয় দৈনিক গণমুক্তি পত্রিকায় কাজ করেছেন এবং বর্তমানে স্থানীয় পত্রিকায় সুনামের সাথে কাজ করে যাচ্ছেন।
ইউরোপ ও ইউকের আই অন টিভিতে সিলেট প্রতিনিধি নিয়োগ পাওয়ায় তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আই অন টিভির সিইও আতা উল্যাহ্ ফারুক এর প্রতি। সংবাদ ও বিজ্ঞাপন সংক্রান্ত বিষয়ে তার সাথে ০১৭৬৩৩৯১৮৪৯ মোবাইল ফোন নাম্বারে যোগাযোগ করা যাবে। –
(সংবাদ বিজ্ঞপ্তি)
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics