কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার
৫ ন; রায়কোট দক্ষিণ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের শ্যামির খিল গ্রামের নূরানী মাদ্রাসা মাঠে গ্রাম বাসীর উদ্যোগে এক নির্বাচনী মত বিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় গ্রামবাসী গ্রামের একক মেম্বার প্রার্থী হিসেবে আবদুল মান্নান কে পূর্ণ সমর্থন প্রদান করেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেনঃ
মাও রবিউল হক, জয়নাল আবেদীন, সামশুল হক মন্দার, জয়নাল আবেদীন খোকন মেম্বার, গিয়াস কামাল,
মাও রুহুল আমিন, আবদুল হান্নান, কামারুজ্জামান, আবদুল মান্নান ড্রাইভার,
মাষ্টার শাহাজাহান, মাষ্টার শাহ আলম খোকন,আবু ইউসুফ,ডাক্তার ঈসমাইল,
মাষ্টার সাইদুল হক, হাবিবুর রহমান, মজিবুল হক, নূর আহম্মেদ, রিয়াজুল হক, আবুল কাসেম, হুমায়ন কবির,হাজী দ্বীন মোহাম্মদ প্রমুখ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics