Daily Frontier News
Daily Frontier News

সিলেটে বন্যার্তদের মাঝে বিশিষ্ট শিল্পপতি মোঃ শাহআলমের ত্রাণসামগ্রী বিতরণ

 

 

মাসুম মির্জাঃ-

 

ব্রাক্ষণবাড়িয়া জেলা, কসবা উপজেলা, খাড়েরা ইউনিয়ন, দেলী গ্রামের বিশিষ্ট শিল্পপতি মোঃ শাহআলম শুক্রবার ও শনিবার দুইদিনে সিলেটের সুনামগন্জ, জগন্নাথপুর উপজেলার চিলাউরা হলদীপুর ইউনিয়নের
কয়েকটি গ্রামের বন্যাকবলিত মানুষের মাঝে খেজুর,চিড়া, মুরি,টুস্ট বিস্কুট, চানাচুর, গুড়,মোমবাতি, গ্যাস লাইট,ওরস্যালাইন, নাপা,মিনারেল পানি,এসব ত্রাণ বিতরণ করেন।
উপস্থিত ছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্দা হুমায়ুন কবীর,শাস্হাগন্জ হাইওয়ে
থানার অফিসার ইনচার্জ মোঃ সালেহ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়িক মোঃ ফরহাদ, সমাজসেবক আবু কাউছার সরদার,সমাজ সেবক নুর মোহাম্মদ সর্রদার,
ইউপি সদস্য খোকন,সার্জেন্ট অবঃ মোঃ শরিফ, সমাজ সেবক মোঃ বাদল সর্রদার,সমাজ সেবক মোঃ মাহফুজ সর্রদার, বিশিষ্ট ব্যাবসাীক মোঃ খোকন মিয়া,সুনামধন্য করোনা ফ্যাসান লিমিটেড প্রতিষ্ঠানের অফিসার বৃন্দ
গণমাধ্যমকর্মী প্রমুখ।

বিশিষ্ট শিল্পপতি মোঃ শাহআলম বলেন, ‘সিলেট অঞ্চল ভয়াবহ বন্যায় ভাসছে। মানুষের ঘর-বাড়িতে পানি ঢুকে পড়েছে। স্কুল, কলেজ, মাদরাসাগুলো মারাত্মকভাবে বন্যাকবলিত। সাধারণ মানুষের ঘরে খাবার নেই। গবাদিপশুর খাদ্য নেই। বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দিয়েছে।
তিনি আরো বলেন, ‘এ রকম দুর্যোগ মুহূর্তে সাধ্যানুযায়ী মানুষের পাশে এসে দাঁড়িয়েছি।বন্যা পরিস্থিতি মোকাবেলায় জনগণের পাশে এসে দাঁড়ানোর জন্য সরকার ও বিত্তশালীদের প্রতি আহ্বান জানান।

Daily Frontier News