Daily Frontier News
Daily Frontier News

বন‌্যায় আশ্রয় নেয়া মানুষকে রান্না করা খাবার দিলেন যুবলীগ নেতা খন্দকার মঞ্জুর আহমেদ

 

আবু জাহান তালুকদার, সুনামগঞ্জ প্রতিনিধিঃ-

 

সম্প্রতি বন্যায় সুনামগঞ্জ পৌর শহরের নবীনগর এলাকার খন্দকার আলকাছ-আমিনা হাসপাতালে আশ্রয় নেয়া ১হাজার ২শত অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ জুন) সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও খন্দকার আলকাছ-আমিনা হাসপাতালের প্রতিষ্ঠাতা আলহাজ্ব খন্দকার মঞ্জুর আহমেদ ব্যক্তিগত উদ্যোগে এ খাবার বিতরণ করেন।

খাবার বিতরণকালে তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর সহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও খন্দকার আলকাছ-আমিনা হাসপাতালের প্রতিষ্ঠাতা আলহাজ্ব খন্দকার মঞ্জুর আহমেদ বলেন, নিজের বাড়ীঘর ছেড়ে বন‌্যার্তরা যে কষ্টে রয়েছেন আমরা তা অনুভব করতে পারছি। চলমান এই পরিস্থিতি কাটিয়ে না ওঠা পর্যন্ত সুনামগঞ্জ জেলা যুবলীগ তা‌দের পাশে থাকবে। এছাড়া এই মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Daily Frontier News