Daily Frontier News
Daily Frontier News

বন্যার্ত মানুষের পাশে যুবলীগ নেতা খন্দকার মঞ্জুর আহমেদ

 

আবু জাহান তালুকদার, সুনামগঞ্জ প্রতিনিধিঃ-

 

বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব খন্দকার মঞ্জুর আহমেদ।

বৃহস্পতিবার (২৩ জুন) দিনব্যাপী সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন এলাকা ও আশ্রয় কেন্দ্র ঘুরে ঘুরে বন্যার্তদের পাশে গিয়ে তাদের খোজখবর নেন এবং ১হাজার মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ করেন তিনি।

বন্যার্ত মানুষের মাঝে শুকনো খাবার হিসেবে চাল, ডাল, চিড়া, গুড়, আলু ও পেয়াজ বিতরণ করা হয়।

এসব বিতরণকালে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন খাঁন, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ খায়রুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী হাজ্বী মুজিবুর রহমান, তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু জাহান তালুকদার-সহ আওয়ামীলীগ, যুবলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Daily Frontier News