Daily Frontier News
Daily Frontier News

নাসিরনগরে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি

 

 

মোঃআব্দুল হান্নানঃ-নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)
সংবাদদাতা

 

এবার বন্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা ব্যাপক ক্ষয় ক্ষতির খবর পাওয়া গেছে।বিভিন্ন অফিস ও সাধারণ মানুষের তথ্য মতে, জানা গেছে বন্যার পানিতে তলিয়ে গেছে ফসলী জমি, সড়ক ও রাস্তাঘাট,কমিউনিটি ক্লিনিক,শিক্ষা প্রতিষ্টান,ভেঙ্গে পড়েছে ব্রীজ,ভেসে গেছে পুকুরের মাছ,তলিয়ে গেছে পোল্ট্রি খামার,পানি বন্ধী হয়ে পড়েছে লাখো মানুষ।

ভারতের চেরাপুঞ্জিতে ভারীবর্ষণ,বাংলাদেশে মুষলধারে বৃষ্টিপাত আর উজানের ঢলে,সিলেট,সুনামগঞ্জ আর মৌলভী বাজারের বন্যার পানির কারনে নাসিরনগরে ফুঁসে উঠেছে মেঘনা,তিতাস,ধলেশ্বরী ও লঙ্গনের পানি।যার প্রভাবে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরেও এবার বন্যা দেখা দিয়েছে।

বন্যার পানির প্রবল বৃদ্ধির কারনে উপজেলা সদর, ভলাকুট ও ফান্দাউক ইউনিয়নের তিনটি কমিউনিটি ক্লিনিক পানিতে নিমজ্জিত হয়ে গেছে। এতে প্রায় ১০ হাজার মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে বলে ধারণা করছে উপজেলা স্বাস্থ্য অফিস।

বন্যার পানির প্রবল স্রোতের কারনে বুড়িশ্বর চাঁনপাড়ার ১ টি ও গোর্কণ বেরীবাধের ১ টি মোট দুটি ব্রীজ ভেঙ্গে গেছে,তাছাড়াও সরাইল নাসিরনগর মহাসড়কের দাঁতমন্ডল নামক স্থানের ব্রীজটি ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়েছে।যদিও দাঁতমন্ডলের ব্রীজটি এখনো সওজ,উপজেলা প্রশাসন ও স্থানীয় লোকজনের সহযোগীতায় টিকিয়ে রাখা হয়েছে।তবে যে কোন সময় ব্রীজটি ভেঙ্গে পড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

বন্যার পানিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ৭০০ শত চাষ করা পুকুরের প্রায় ১২ কোটি টাকার মাছ ভেসে গেছে বলে মৎস্য অফিস সুত্রে জানা গেছে।

প্রবল বন্যার কারনে নাসিরনগরের বিভিন্ন ইউনিয়নের প্রায় ৩০ কিঃমিঃ কাঁচা আর আঁধাপাকা রাস্তা তলিয়ে গেছে বলে উপজেলা প্রকৌশলীর কার্যালয় সুত্রে জানা গেছে।

উপজেলা কৃষি অফিস জানিয়েছে, এ বছর নাসিরনগর উপজেলায় মোট ১০ হাজার ৭৫ হেক্টর বোনা আমন ধান চাষ করা হয়েছে। এর মধ্যে ভলাকুটে ১ হাজার হেক্টর, চাতলপাড়ে ৭৫ হেক্টর, কুন্ডায় ১২০০ হেক্টর, নাসিরনগর ১ হাজার ২০০ হেক্টর, বুড়িশ্বরে ১ হাজার ৪৮০ হেক্টর, ধরমন্ডলে ১ হাজার হেক্টর ও ফান্দাউকে ১ হাজার ৪১৫ হেক্টর বোনা আমন ধান চাষ করা হয়েছে। এসব ধান ত বন্যার পানিতে তলিয়ে গেছে। এছাড়া ১ হাজার হেক্টর পাট ক্ষেত ও সবজি ক্ষেত পানিতে তলিয়ে যাচ্ছে বলে কৃষকরা জানিয়েছে।উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাইদ তারেক এ তথ্য জানিয়েছেন।

বিদ্যালয়ের মাঠ ও ঘরের ভেতরে বন্যার পানি প্রবেশ করার কারনে ২৫টি বিদ্যালয় বন্ধ ঘোষনা করা হয়েছে বলে উপজেলা শিক্ষা কর্মকর্তার অফিস সুত্রে জানা গেছে।

প্রলয়ংকরী বন্যার কারনে পোল্ট্রি ব্যবসায়ীদের কপাল ভাঙ্গার উপক্রম হয়েছে।বন্যায় উপজেলার প্রায় ৪০ টি পোল্ট্রি ফার্ম পানিতে ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে,তাছাড়াও প্রায় ৩০ হাজার মোরগী মরে ও পানিতে ভেসে গেছে বলে বিভিন্ন ব্যবসায়ী সুত্রে জানা গেছে।

৫০ শয্যা বিশিষ্ট নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিৎ রায় জানান, নাসিরনগরের ১৩টি ইউনিয়নের জন্য ১৩টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন সংগ্রাম রোববার এই মেডিকেল টিমের কার্যক্রম উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বার হোসেন বলেন, আমরা বন্যা মোকাবেলার জন্য প্রস্তুতি নিয়েছি। আশা করছি, কোনো মানুষ সেবা বঞ্চিত হবেন না।উপজেলা প্রশাসন সব সময় মানুষের পাশে রয়েছে বলেও জানান তিনি ।

Daily Frontier News