Daily Frontier News
Daily Frontier News

নাসিরনগরে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন – নাজির মিয়া

 

 

নাসিরনগর (ব্রাহ্মণ বাড়িয়া) প্রতিনিধিঃ-

 

জেলার নাসিরনগর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঈদ উপহার হিসাবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

মঙ্গলবার ৫ জুলাই দুপুরে নাসিরনগর সদর নিজ বাসভবনে ব্যক্তিগত উদ্যোগে উপজেলা সদর ও বুড়িশ্বর ইউনিয়নের বন্যা ক্ষতিগ্রস্থ ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক আলহাজ মোঃ নাজির মিয়া। এ সময় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণ বাড়িয়া জেলার কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক হরিপদ দুলাল,মোঃ নাজির মিয়া সহধর্মিণী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীব মুক্তিযোদ্ধা লেঃ অবঃ মরহুম গোলাম নুর এর মেয়ে বর্তমান নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি পদ প্রার্থী রুমা আক্তার, নাসিরনগর সদর ইউপি‘র সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল আহাদ, এম এ কাশেম,উপজেলা কৃষকলীগের সদস্য সচিব নুরে আলম,গোলাম মেহাম্মদ তারেক,.উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি গোলাম মোহাম্মদ আরমান নূর,রাম প্রসাদ মল্লিক সহ গন্যমান্য ব্যক্তিগণ।
রুমা আক্তার বলেন, আমি মানুষের জন্য রাজনীতি করি। তাই দরিদ্র মানুষের মাঝে আমার এই বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।আগামী ১৭ তারিখে নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে আওয়ামীলীগের সভাপতি পদ প্রার্থী।আপনারা সবাই দোয়া করবেন। আলহাজ্জ নাজির মিয়া বলেন, উপজেলার নাসিরনগর ঁকুন্ডা, গোকর্ণ বুড়িশ্বর,চাপড়তলা সহ ৬ ইউনিয়নে আজ এবং চাতল পাড়, ভলাকুট, গোয়াল নগর ইউনিয়নে আগামীকাল বন্যা দুর্গত পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাউল,ডাল তৈল,সেমাই,চিনিসহ বিভিন্ন ঈদ সামগ্রী উপহার প্রদান করেন।।
তিনি আরও বলেন, করোনা কালিন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ব্যক্তিগতভাবে উপজেলার ১৩টি ইউনিয়নে অসহায় এক হাজার পরিবারকে শাড়ি,লুঙ্গী ও কিছু নগদ অর্থ বিতরণ করেছি।
আমি মানুষের জন্য রাজনীতি করি। তাই দরিদ্র,অসহায় মানুষের মাঝে সেবার কার্যক্রম অব্যাহত রাখব।

Daily Frontier News