সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ-
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে
আকস্মিক বন্যায় উপজেলা প্রশাসন পানিবন্দি এলাকা পরিদর্শন করে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ।
বুধবার ২২ জুন ২০২২ উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও জরুরী ওষুধ বিতরণ করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ মোনাববর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শুভ্র সরকার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নূরে আলম,থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ মহিউদ্দিন মৃধা, ডাঃ মুনতাসির মামুন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাংবাদিক সুজিত কুমার চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক অরুণ ভট্টাচার্য, যুবলীগের আহবায়ক মোঃ রায়হান আলী ভূইয়া, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেনসহ মেডিকেল টিমের সদস্যগণ। নাসিরনগর উপজেলার গোয়ানগর ইউনিয়ন ও ভলাকুট ইউনিয়নে বন্যা কবলিত এলাকা নৌকাযোগে সরজমিনে পরিদর্শন করে এবং বন্যার্তদের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়। ত্রান সামগ্রীর মধ্যে ছিল, চাউল ১৫ কেজি, ডাল ১কেজি, আলু ২ কেজি, চিনি ১ কেজি, তেল ১কেজি, চিরা ১কেজি, পেঁয়াজ ২ কেজি, দুধ ২০০ গ্রাম, মোমবাতি /মেস ১ বক্স, সাবান ১ টি। তাছাড়াও ৫০শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জরুরি ওষুধ,খাবার স্যালাইন এবং পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট বিতরণ করা হয়। ব্রাহ্মণবাড়িয়া -১( সাংসদ) বি এম ফরহাদ হোসেন সংগ্রাম মহোদয় এর নির্দেশনায় উক্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা( ভারপ্রাপ্ত) মোঃ মোনাববর হোসেন জানান, সকল বন্যার্তদের আশ্রয় কেন্দ্রে আনা হচ্ছে এবং ত্রাণ সামগ্রীসহ প্রয়োজনীয় ওষুধপত্র পৌঁছে দেয়া হবে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics