বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধিঃ-
নবীগঞ্জ পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় বন্যা দূর্গতদের পাশে দাঁড়িয়েছেন হবিগঞ্জের পুলিশ সুপার এস.এম মুরাদ আলি।
সোমবার (২৭ জুন) দুপুরে পৌর এলাকার গয়াহরি সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার করগাঁও ইউনিয়নের বিভিন্ন বন্যা আশ্রয় কেন্দ্র গুলো পরিদর্শন করেছেন। এ সময় বন্যার্ত মানুষদের খোঁজ খবর নেন। তিনি বর্ন্যাত মানুষজন ধৈয্যের সাথে প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলার আহব্বান জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বর্তমান সরকার বন্যার্তদের পাশে রয়েছেন। পুলিশও আপনাদের পাশে আছে। পরে তিনি পুলিশের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্র গুলোর বন্যার্তদের মাঝে দুপুরের রান্না করা খাবার নিজ হাতে পরিবেশন করেন। পুলিশ সুপার এস.এম মুরাদ আলি গয়াহরি প্রাইমারী স্কুলে বাশেঁর সাকু পার হয়ে বন্যা আশ্রয় কেন্দ্রে যান।
এ সময় অন্যাদের মাঝে উপস্থিত ছিলেন নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আবুল খয়ের চৌধুরী, নবীগঞ্জ থনার ওসি মোঃ ডালিম আহমেদ, ওসি (অপারেশন) মোঃ আব্দুল কাইয়ুম, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন মিঠু, সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক এটিএম সালাম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, মোঃ সেলিম মিয়া তালুকদার, সাংবাদিক এটিএম ফুয়াদ হাসান রাজন, হাসান চৌধুরী, সাগর মিয়া, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, সংরক্ষিত কাউন্সিলর পুর্ণিমা রানী দাশসহ সাংবাদিক ও পুলিশের কর্মকর্তাবৃন্দ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics