আমাদের নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি বুলবুল আহমেদ জানান –
হবিগঞ্জের নবীগঞ্জে উজান থেকে নেমে আসা পানি বন্ধি লোকজনের সরেজমিনে ঘুরে দেখা যায় ইনাতগঞ্জ, দীঘলবাক ও আউশকান্দির অনেকে বাড়ি-ঘর, গরু-ছাগল, হাসঁ, মুরুগ পানির নিচে। ৫/৬ এই পানি হলেও তাদেরকে দেখার মতো কোন লোক এখনও তাদেরকে খাবার দাবার বা দেখব করেননি। সংবাদ সংগ্রহ শেষে বৃষ্টির মধ্যে বাড়ি ফেরার পথিমধ্যে চোখে পড়ে দেওতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র । এতে সেখানে গিয়ে তাদের সাথে কথা হলে তারা জানান, আজ ৩ দিন হয়ে গেল আমরা পানি বন্ধি হয়ে না খেয়ে আছি। কেউ আমাদের খবর লয়না। এমন অবাক করা কথা শুনে দুই সংবাকর্মী নানান চিন্তায় পড়ে যান। এমন হৃদয়বিদারক দৃশ্য ও কথা শুনে সাথে সাথে দুটি অনলাইন টিভি সহ যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও ইউটিউবে গুলো প্রকাশ হয়। এর পর দিনই নবীগঞ্জের সাংবাদিক আউশকান্দি ইউনিয়নের জালালপুর গ্রামের মৃত ফটিক মিয়ার পুত্র মোঃ বদরুল ইসলামের পক্ষ থেকে উনার মরহুম পিতা- মাতার রূহের আত্মার মাগফিরাত কামনায় মঙ্গলবার বাদ আছর (২১ জুন) বিকালে ঐ আশ্রয় কেন্দ্রে অবস্থিত লোকজনকে শুননো ঝাবার দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, ৫নং আউশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ দিলাওর হোসেন, উপজেলা আওয়ামীগের যুগ্ন সাধারণ সম্পাদক ক্বাজী ওবায়দুল কাদের হেলাল, ৮নং ওয়ার্ড মেম্বার সিজিল ইসলাম সেজলু, ৬নং কুর্শি ইউনিয়নের যুবলীগ নেতা জগলু আহমদ, জালালপুর মসজিদের ঈমাম হাফেজ শাহ সালিম আহমদ, মুরুব্বি রব্বান মিয়া, হাজী সিরাজ মিয়া, মাসুক মিয়া, দৈনিক সমকাল পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি এম এ আহমদ, দৈনিক আমার সংবাদ পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি এম মুজিবুর রহমান, জাতীয় অনলাইন অন্তর্ভুক্ত নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি বুলবুল আহমেদ ও সদস্য সচীব মোঃ বদরুল ইসলাম সহ আরো অনেকেই।
আশ্রয়কেন্দ্রে থাকা বন্যার্থরা এ খাদ্র সামগ্রী পেয়ে তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics