আবু জাহান তালুকদার, সুনামগঞ্জ প্রতিনিধিঃ-
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নে প্রায় ৩হাজার পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ জুন) দিনব্যাপী তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের উদ্যোগে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণে প্রধান অতিথি ছিলেন- সুনামগঞ্জ ১আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি।
এসময় ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন, তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি হাজ্বী আলকাছ উদ্দিন খন্দকার, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব খন্দকার মঞ্জুর আহমেদ, তাহিরপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হাজ্বী রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু জাহান তালুকদার প্রমুখ।
ত্রানের প্যাকেট পেয়ে খুশি হন বন্যাদুর্গত ব্যক্তিরা। তারা তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের প্রতি ধন্যবাদ জানান।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics