Daily Frontier News
Daily Frontier News

জেলা-ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এমপি সংগ্রাম

 

 

মোঃ আব্দুল হান্নানঃ- নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ-

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে বন্যার পানি বেড়ে গিয়ে উপজেলার বিভিন্ন জায়গা প্লাবিত হওয়া বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদীয় ২৪৩ নাসিরনগরের মাননীয় সাংসদ বি এম ফরহাদ হোসেন সংগ্রাম এম পি।বৃহস্পতিবার বিকেলে পরিদর্শনকালে তিনি উপজেলার গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজের আশ্রয়ণ কেন্দ্রে ৬০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও বিভিন্ন শুকনো খাবার বিতরণ করেন।

জানা যায়, স্থানীয় সাংসদ ফরহাদ হোসেন সংগ্রাম ২৩ জুন ২০২২ রোজ বৃহস্পতিবার বিকেল থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত উপজেলার গোর্কণ, পূর্বভাগ, গুনিয়াউক, ও চাপরতলা ইউনিয়নের বিভিন্ন এলাকার বন্যার্তদের সার্বিক পরিস্থিতি জানতে স্থানীয় জনপ্রতিনিধি ও বন্যা কবলিত লোকদের সাথে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, বন্যার জন্য নাসিরনগর উপজেলায় সংযুক্তি পাওয়া সহকারী কমিশনার (ভূমি) মোঃমেহেদী হাসান খান শাওন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অরুণজ্যোতি ভট্টাচার্য,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃসাখাওয়াত হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিজানুর রহমানসহ আরো অনেকেই।

Daily Frontier News