নিজস্ব প্রতিনিধি::-
ওসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়নের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে থাকা বন্যার্তদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করছেন ওসমানীনগর উপজেলার ভাইস-চেয়ারম্যান বি এন পি নেতা গয়াছ মিয়া।৩০ জুন দিনব্যাপী আশ্রয় কেন্দ্র ঘুরে ঘুরে
বন্যার্তদের পাশে গিয়ে তাদের খোজখবর নেন ও এ সময় তিনি নিজ হাতে ৬ শত মানুষের মাঝে এসব রান্না করা খাবার বিতরণ করেন।তিনি বলেন আকস্মিক বন্যায় ওসমানীনগর উপজেলার বেশীরভাগ এলাকার মানুষ বিপাকে পড়েছেন।অধিকাংশ এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ভোগ প্রকট আকার ধারণ করেছে।তিনি সমাজের বিত্তবান মানুষদের বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান ।এসময় তিনির সাথে ছিলেন বিএনপির নেতা নজরুল ইসলাম,কৃষক দল ওসমানীনগর উপজেলার সভাপতি বখতিয়ার হুসেন বকুল,সাবেক ম্যমবার তেরাব আলি,দয়ামির ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা ম্যমবার রিনা বেগম,বিএনপি নেতা কামরুজ্জামান মাসুদ,যুবদল নেতা কামাল আহমদ,শিপু চৌঃ,কামরুল ইসলাম,ইয়াওর আলী,হেলাল মিয়া,গয়াছ উদ্দীন, শিব্বির মিয়া,দিদার মিয়া,নজরুল ইসলাম,কামাল,শিবলু,কাওছার সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics