আবুল হোসেন সবুজ মাধবপুরহবিগঞ্জ প্রতিনিধি
আসন্ন ঈদুল আযহা ও ভবিষ্যৎ প্রজম্মকে জাল টাকার নোট সনাক্তকরন ও প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্টিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলা মিলনায়তনে অনুষ্টিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনজুর আহ্সান। বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের আয়োজনে সোনালী ব্যাংক হবিগঞ্জ শাখার ডিজিএম দুলন কান্তি চক্রবর্ত্তীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক এর যুগ্ম পরিচালক মোঃ জামাল উদ্দিন চৌধুরী, যুগ্ম ব্যবস্থাপক আবু তাহির মোঃ হাবিবুল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্ত্তী।
কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে জাল টাকার নোট সনাক্ত করার পদ্ধতি এবং ব্যাংক ও এটিএম বুথের টাকায় জাল নোট পেলে করনীয় সম্পর্কে দেখানো হয়। বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সরকারী কর্মকর্তা, ব্যবসায়ী ও স্কুল কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics