Daily Frontier News
Daily Frontier News

মানিকগঞ্জের সিংগাইরে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা

 

 

সাধন সূত্রধর, জেলা প্রতিনিধি মানিকগঞ্জঃ-

 

মানিকগঞ্জের সিংগাইরে অনুষ্ঠিত হয়েছে উপজেলা পর্যায়ে প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক দিনব্যাপী কর্মশালা। এ কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সানোয়ারুল হক। এ সময় উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান হান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপন দেবনাথ,পৌর মেয়র আবুল বাশার নঈম উপস্থিত ছিলেন।
দিনব্যাপী কর্মশালায় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ এর মধ্যে নারীর ক্ষমতায়ন, আশ্রায়ন,শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ বিনিয়োগ বিকাশ, পরিবেশ রক্ষা,
সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সবার জন্য বিদ্যুৎ বিষয়ে আলোকপাত করাসহ অংশগ্রহণকারীরা তাদের মতামত দেন । কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইমাম, সাংবাদিক, শিক্ষক ও এনজিও প্রতিনিধিসহ অন্যান্য শ্রেণি-পেশার ৫০জন প্রতিনিধি অংশ নেন।

Daily Frontier News