Daily Frontier News
Daily Frontier News

খুলনার ডুমুরিয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় ৮ মাসের শিশুসহ নিহত-২

 

মোঃ আক্তারুজ্জামান লিটন // খুলনা ব্যুরো।।

খুলনার ডুমুরিয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত এবং দুই জন যাত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৫ মে) বিকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া মহিলা কলেজ মোড় ও বরাতিয়া নামক স্থানে।
থানা পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা গেছে,বিকেল সাড়ে ৫ টার দিকে ডুমুরিয়া বাস স্ট্যান্ড থেকে একটি ভ্যান যোগে ইজিবাইক চালক ডুমুরিয়া গ্রামের শরিফুল ইসলাম তার ৮ মাস বয়সী শিশু পুত্র ইব্রাহিম কে নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা গামী একটি পাজেরো জীপ গাড়ি (খুলনা মেট্রো ঘ ১১- ০১৬০)ডুমুরিয়া মহিলা কলেজ মোড় এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান গাড়ীটির সামনে ধাক্কা দেয়। এতে ভ্যান গাড়ীতে থাকা যাত্রীরা রাস্তার উপর ছিটকে পড়লে শিশুটি সহ আরো দুই জন গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসারত অবস্থায় শিশুটির মৃত্যু হয়। অপর দিকে বিকেলে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার বরাতিয়া নামক স্থানে মোটর সাইকেল দূর্ঘটনায় নড়াইল জেলার সদর থানা এলাকার রনি বিশ্বাস(৩০) নামক এক যুবক নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করে ডুমুরিয়ার খর্নিয়া হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী হাসান জানান,গুরুত্বর আহত একজন যাত্রীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পাজেরো গাড়ীটি জব্দ করা গেলেও ড্রাইভার পালিয়ে গেছে। নিহত দু’জনের লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে তাদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Daily Frontier News