Daily Frontier News
Daily Frontier News

হিজাব: সচেতন নারী সমাজের মানব বন্ধন

 

 

 

হিজাবে রমনী সুরক্ষিত ঢাকা: ‘হিজাব হলো নমনীর সম্মান; হিজাব মানে পবিত্রতার প্রতি সম্মান প্রদর্শন’। এমন স্লোগানের প্লাকার্ডসহ শুক্রবার বিকালে মানবন্ধন করেছে বাংলাদেশের সচেতন নারী সমাজ নামের একটি সংগঠন। রাজধানীর শাহবাগে জাদুঘরের সামনে ‘নারী সমাজের বিভিন্ন অধিকার ও দায়িত্ব’ শিরোনামে মানববন্ধন করেন স্বেচ্ছাসেবী সংগঠনের নারীরা।
সমাবেশে তারা বলেন, আমরা নারীর পোশাকের স্বাধীনতায় বিশ্বাস করি। নারী কি পরিধান করবে বা করবে না, তা পুরুষ সমাজের চিন্তার বিষয় নয়। তবে নারীর সম্মান সুরক্ষায় হিজাব গুরুত্বপূর্ণ। কেননা হিজাব নারীকে সুরক্ষা দেয়। সেই গুরুত্বের বিষয়টি শুধু আমরা আজকে স্মরণ করিয়ে দিতে চাই।
তবে আমরা বাধ্যতামূলক পোশাক হিসেবে হিজাবকে নির্দেশ করছি না বলেন তিনি।
মানবন্ধনে সামিরা হোসেন বলেন, নারীর পোশাকের স্বাধীনতা বিশ্বে একটি আলোচিত বিষয়। বাংলাদেশ ধর্মীয় অনুশান এবং সামাজিক মূল্যবোধের দেশ। নীতি-নৈতিকতা পরিবারের শেকড় থেকে এই চর্চা হয়। সেই চর্চা মা-খালা, দাদীর পোশাক দেখে আমরা অভ্যস্থ। তারা কখনো বাধ্যবাধকতা তৈরি করেননি।
তবে দৃষ্টিনন্দন পোশাক যেমন তারা পরিধান করেন তেমনি আমাদেরও পরতে বলেন। সেখানে বিভিন্ন প্রকারে সুরক্ষা এবং মর্যাদার দিক বিকশিত হয়।
হিজাবকে শুধু পোশাক নয় বরং নিরাপত্তার বর্ম বলা চলে। তাই নারীদের আমরা হিজাব করতে আহ্বান জানাচ্ছি।
ইকবাল রিজভী বলেন, হিজাব বাধ্যতামূলক নয়; যার যা পোশাক সে পরবে। তবে সম্মান বৃদ্ধি বা নারী সুরক্ষার জন্য হিজাব করা প্রয়োজন। আমরা সেই কড়াটাই নাড়ছি, সুরক্ষার বিষয়টি আপনাকে বা আপনার পরিবারকে স্মরণ করিয়ে দিচ্ছি।
মনে রাখতে হবে উলঙ্গপনা নয়, শালীন পোশাকেই মর্যাদা। আর নারীর জন্য হিজাব এক অলঙ্ঘনীয় বিধান। তার স্বাধীনতা এবং তার শান্তির মূলে চাই হিজাব।

Daily Frontier News