Daily Frontier News
Daily Frontier News

সাংবাদিক কামাল পাঠান এর সুস্হতা কামনায়   দোয়া অনুষ্ঠিত —-

 

 

দৈনিক ফ্রন্টিয়ার.নিউজ রিপোর্টঃ- 
———————-
,                     জেলা ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা ২১শে জুলাই, ২০২২ইং রোজ বৃহস্পতিবার এশার নামাজ বাদ কুট্টাপাড়া সেলিম খন্দকার বাজার মসজিদে ” সেলিম খন্দকার ফাউন্ডেশন এর উদ্যোগে, সদস্য জেলা প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া , সরাইলের অন্যতম সদস্য (সাংবাদিক) কামাল পাঠান এর আশু~রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়েছে।

,                  এ সময় উপস্হিত ছিলেন – ফাউন্ডেশনের চেয়ারম্যান, জনাব আলহাজ্ব মুহাম্মদ সেলিম খন্দকার । নামাজে উপস্থিত মুসুল্লিয়ান , এলাকাবাসী সহ উপস্থিত সাংবাদিকবৃন্দ প্রমুখ  । সাংবাদিক কামাল পাঠান এর সুস্থতা কামনায়
দোয়া পরিচালনা করেন , মাও. মুহাম্মদ মুমিনুদ্দীন ওসমানী সহ সকল উপস্থিত মুসুল্লীয়ানেকেরাম।

Daily Frontier News