Daily Frontier News
Daily Frontier News

সরাইলে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া।

 

 

মোঃ রুবেল মিয়াঃ-

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনায় এক দোয়া মাহফিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ জুন, সোমবার সন্ধ্যায় সরাইল উপজেলা বিএনপির অস্থায়ী কার্যলয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মনিরুল ইসলাম (সেলিম) ।

সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মোঃ হাসান মাষ্টারের সভাপতিত্বে ও সদস্য সচিব আল আমিন শাহরিয়ারের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনিছুল ইসলাম ঠাকুর, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এড. নুরুজ্জামান লস্কার (তপু), উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দীকি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুল আমিন মাষ্টার সদস্য সচিব মোঃ নুর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ পিয়ারুল মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক জামাল হোসেন লস্কর।

এ সময় উপস্থিত ছিলেন, অরুয়াইল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, পাকশিমুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সামাদ আলী, পানিশ্বর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোবারক আলী মেম্বার, সরাইল সদর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, কালিকচ্ছ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মানিক মিয়া, শাহজাদাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইমরান খান, সরাইল উপজেলা শ্রমিকদলের সভাপতি পদপ্রার্থী মোঃ শাহ আলম খন্দকার।

এছাড়াও অনুষ্ঠিত দোয়া মাহফিল ও সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের ৯টি ইউনিয়নের নেতৃবৃন্দ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা l

Daily Frontier News