ফ্রন্টিয়ার.নিউজ রিপোর্টঃ-
ব্রাহ্মনবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়ায় পবিত্র আশুরা উদযাপন করা হয়েছে।
বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম এর আদরের দৌহিত্র, শেরে খোদা আলী মুর্তজা ও মা ফাতিমার নন্দন সায়্যেদুশ শুহাদা বেহেশতের সর্দার ইমাম হাসান ও হোসাইন আঃ এর স্মরণে গলানিয়া ইমামবাড়ায় পহেলা মুহাররম থেকে দশ-ই মুহাররম পর্যন্ত দশদিন ব্যাপী মিলাদ-মাহফিল ও জারী-মর্সিয়া গাওয়া হয়।
গত ৯ আগস্ট দশ-ই মুহাররম মঙ্গলবার সারাদিন ব্যাপী জারী-মর্সিয়া গেয়ে আছর নামাজের পরে গলানিয়ার বিশিষ্ট সমাজ সেবক প্রয়াত আনছর আলীর প্রতিষ্ঠিত ইমামবাড়া থেকে একটি শোক র্যালি বের হয়ে কালিকচ্ছ মৌলভি পাড়ার সন্নিকটে প্রতিকী কারবালার মাঠে গিয়ে শেষ হয়। এসময় দেশবাসী সবার মঙ্গল কামনায় দোয়া করা হয়।
গলানিয়া আশুরা উদযাপন পরিষদের সেক্রেটারি সাংবাদিক হেলাল উদ্দিন বলেন যে, সরাইল থানা পুলিশের সহযোগিতায় কোনরুপ বিশৃঙ্খলা ছাড়া অত্যান্ত সুশৃঙ্খলভাবে স্বল্প পরিসরে আমরা তাজিয়া সম্পন্ন করতে পেরেছি।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics