আলিফ আরিফা গাজীপুর প্রতিনিধি :
সংসদীয় আসন গাজীপুর-১ (কালিয়াকৈর) এর সংসদ সদস্য পদপ্রার্থী নূরে আলম সিদ্দিকীর সাথে গাজীপুর সাংবাদিক ইউনিয়ন (জিইউজে)’র নেতৃবৃন্দ রোববার দুপুরে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। জিইউজে এর সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে ওই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জিইউজের সাধারণ সম্পাদক এম এ সালাম শান্ত, কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক মোঃ কামাল হোসেন বাবুলসহ সাংবাদিক মোঃ আমজাদ হোসেন, সাংবাদিক কাজী মোঃ আব্দুল মান্নান ও শেখ মোঃ রাশেদ উল হোসেন কমল।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে নূরে আলম সিদ্দিকী বলেন- বর্তমান সময়ে জননেত্রী শেখ হাসিনা দেশের ৫টি সিটি কর্পোরেশনের নির্বাচন ঘোষণা করেছেন। সে লক্ষ্যে প্রথম ধাপে আগামী ২৭ মে গাজীপুর সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। কাজেই এই নির্বাচনে আমাদেরকে দেশের উন্নয়নের জন্য এবং উন্নত বাংলাদেশের ধারাকে অব্যাহত রাখতে নৌকার পক্ষে কাজ করতে হবে।
তিনি আরো বলেন- নৌকা মানেই উন্নয়ন, নৌকা মানেই স্মার্ট বাংলাদেশ, নৌকা মানেই জনগণের সরকার। কাজেই দেশে অবাধ সাংবাদিকতার দ্বার উন্মোচনের প্রতীক নৌকাকে বিজয়ী করে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত করতে হবে। সর্বোপরি তিনি গাজীপুর সাংবাদিক ইউনিয়নকে অভিনন্দন জ্ঞাপন করেন।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics