Daily Frontier News
Daily Frontier News

শান্তিপূর্ণ বিক্ষোভ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে মাঠে আছে জেলা পুলিশ মৌলভীবাজার।

 

মুহাম্মদ আমির উদ্দিন কাশেম, জেলা প্রতিনিধি মৌলভীবাজার:-

মৌলভীবাজার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশের নিরাপত্তা বিধানে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে সরাসরি মাঠ পর্যায়ে তদারকির দায়িত্ব পালন করছেন জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতাগণ।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকে ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে জেলার সাতটি থানা ও গুরুত্বপূর্ণ স্থানগুলোর নিরাপত্তা বিধানে তদারকিতে নিয়োজিত আছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড ফাইন্যান্স) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায়, জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার এ,বি,এম, মোজাহিদুল ইসলাম পিপিএম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীর, শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ শহিদুল হক মুন্সী, জেলা বিশেষ শাখার ডিআইও ১ জনাব আব্দুল হাই চৌধুরী ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ।

ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের নজরদারি অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

Daily Frontier News