Daily Frontier News
Daily Frontier News

রাসূল (সাঃ)-কে অবমাননাকর মন্তব্য ও কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

 

মোঃ মশিউর রহমান, সিনিয়র রিপোর্টারঃ-

 

 

ভারতে বিজেপি নেতা কর্তৃক রাসূল (সাঃ)-কে অবমাননাকর মন্তব্য ও কটূক্তির প্রতিবাদে এবং রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবীতে ১৩ জুন, ২০২২ ইং তারিখ সোমবার ঘাটাইল কলেজ মোড় (বিজয়-৭১ চত্বর)-এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা ঘাটাইল উপজেলা শাখার সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনী তথা সাবেক ওয়ারেন্ট অফিসার হাজী আবুল কাসেম মিয়ার সভাপতিত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা ঘাটাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি সাইফুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন তথা টাংগাইল জেলা শাখার সভাপতি ফয়সাল আহমেদ, সাবেক সভাপতি হাফেজ মাওলানা আবুল কালাম আনসারী, বাংলাদেশ মুজাহিদ তথা ঢাকা কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা রেজাউল করিম, ঘাটাইল ইসলামিক মডেল স্কুলের চেয়ারম্যান মাকসুদুর রহমান, ঘাটাইল, গোপালপুর,মধুপুরের মদিনা শিল্পীগোষ্ঠীর সভাপতি মাওলানা জাহিদ আলামিন প্রমুখ। আরো উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলার সর্বস্তরের জনগন।

Daily Frontier News