কে এম রায়হান::-
ভারতের বিজেপি নেতা কর্তৃক মহানবী সা. কে কটুক্তির প্রতিবাদে
১০ই জুন ২০২২ইং শুক্রবার বিকাল ২টায় সিলেটের প্রতিটি মসজিদ থেকে মিছিল বাহির করা হয়।তখন মিছিলে মিছিলে উতপ্ত হয়ে উঠে সিলেট শহর সহ প্রতিটা উপজেলার রাজপথ।এদিকে সিলেট জেলার সিলেট সদর, বালাগঞ্জে, ওসমানীনগর,বিশ্বনাথ,দক্ষিণ সুরমা সহ প্রতিটি উপজেলায় মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত। প্রতিবাদ সভায় বক্তরা বলেন বিশ্বনবী সা. আমাদের প্রাণের চেয়ে প্রিয়, নবী আমাদের আবেগেরর যায়গা, আমাদের আবেগ নিয়ে ভারতের ক্ষমতাশীন দুই নেতা যে কুরুচিপূর্ণ মন্তব্যে করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।বক্তারা আরো বলেন, আমাদের প্রাণের নবীকে কটুক্তির প্রতিবাদে বিশের বিভিন্ন মুসলিম প্রধান দেশগুলো যখন রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ ও ভারতের পন্যের বয়কটের ডাক দিয়েছেন সেখানে রহস্যজনক ভাবে আমাদের প্রায় ৯০% মুসলিম দেশের সরকার নিরবতা আমাদেরকে ভাবিয়ে তুলছে।বক্তারা সরকারের প্রতি রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর জোর দাবী জানান।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics