সাধন সূত্রধর, জেলা প্রতিনিধি মানিকগঞ্জঃ-
দিলীপ কুমার ফোজদারকে সভাপতি ও
মানিক চন্দ্র দাস রুদ্রকে সাধারণ সম্পাদক করে
৫১ সদস্যবিশিষ্ট দৌলতপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন করা হয়।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে দৌলতপুর উপজেলা সার্বজনীন কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে এ সম্মেলনের উদ্বোধন করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব কুমার সাহা। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাষক রঞ্জিত কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরুল হাসান, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া হোসেন, জেলা শাখার উপদেষ্টা গুরুদাস রায় , সাবেক সভাপতি অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, সাবেক কার্যনির্বাহী সদস্য শ্রীমতি লক্ষী চ্যাটার্জি, অ্যাডভোকেট অসীম কুমার বিশ্বাস, উপদেষ্টা সুকুমার পাল নিমাই, সহ-সভাপতি দিলীপ কুমার ফৌজদার, জেলা শাখার সাধারণ সম্পাদক অনির্বাণ কুমার পাল, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বাসুদেব গোস্বামী, উপজেলা শাখার সাধারণ সম্পাদক মানিক চন্দ্র দাস রুদ্র ও জিয়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন।
সম্মেলন শেষে দিলীপ কুমার ফোজদারকে সভাপতি ও মানিক চন্দ্র দাস রুদ্রকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট দৌলতপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন করা হয়।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics