মোঃ আব্দুল হান্নানঃ-নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া, সংবাদদাতা
ভারতীয় টেলিভিশন বিতর্কে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং উনার স্ত্রী মা আয়েশা সিদ্দিকা(রাঃ) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপীর মুখপাত্র নুপুর শর্মার কুরুচিপূর্ণ মন্তব্য ও তাকে সমর্থন করে তার সহকর্মী নবীন কুমার জিন্দালের টুইট করার বিষয়টি আহলে সুন্নাত ওয়াল জামা’ত নাসিরনগর,উপজেলা শাখার দৃষ্টিগোচর হওয়ায় নাসিরনগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা’ত এর সভাপতি মুহাম্মদ রিয়াজুল করিম আল কাদরী ও সাধারন সম্পাদক কাজী আতাউর রহমান গিলমান এর যৌথ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।প্রেস বিজ্ঞপ্তিতে তারা ভারতের ক্ষমতাসীন বিজেপীর মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের সাময়ীক বরখাস্ত কে সমাধান নয়, তাদের দুইজন কে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics