Daily Frontier News
Daily Frontier News

মনোহরদী তাহসিনুল কুরআন মাদ্রাসা ও এতিম খানায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

 

 

আঃ ছাত্তার মিয়া নরসিংদীঃ-

 

 

মনোহরদী চন্দনপুর তাহসিনুল কুরআন মাদ্রাসা এতিমখানা অভিভাবক সমাবেশ ২০২২ ইং অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ শে অক্টোবর রোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায়, স্থান চন্দনপুর আদমবাড়ি মনোহরদী নরসিংদী মাদ্রাসা প্রাঙ্গণ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ আল আমিন রহমান পরিচালক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি লিমিটেড নরসিংদী,,বিশেষ অতিথি উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মুফতি মহিউদ্দিন আশরাফি,খতিব জামে মসজিদ ওয়ারী ঢাকা, বিশেষ অতিথি, মাসুদ রানা বাবুল সাধারণ সম্পাদক নরসিংদী সদর প্রেস ক্লাব, সম্মানিত অতিথি মোঃ সিরাজুল ইসলাম সভাপতি ৮ নং ওয়ার্ড চন্দনবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ, উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন, মাওঃ ইসমাইল হোসেন নরসিংদী, মাওলানা কাউছার আহমেদ মহতামিম, তাহসিনুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঃ ছাত্তার মিয়া( সাংবাদিক) অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা /পরিচালক সহ অভিভাবক ও ছাত্রছাত্রী এবংএলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে আলহাজ্ব আল আমিন রহমান পরিচালক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ লিঃ বক্তব্যে বলেন আমি উক্ত মাদ্রাসার সার্বিক সহযোগিতার জন্য চেষ্টা করব আর কমলমতি শিক্ষার্থীদের তিনি ভালোভাবে লেখাপড়া করার জন্য উৎসাহ দেন এবং অভিভাবকরা ছাত্র-ছাত্রী প্রতি আরো যত্নবান হওয়ার তাগিদ দেন। উক্ত অনুষ্ঠান শেষে অতিথি, অভিভাবক ও ছাত্রছাত্রীদের মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হয় এবং সকলের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

Daily Frontier News