Daily Frontier News
Daily Frontier News

মদিনার কাফেলা বাংলাদেশ কুমিল্লা জেলা কাউন্সিল ও ঈদ ই মিলাদুন্নবী(সা)শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

 

কুমিল্লা প্রতিনিধি।।

সুন্নী মতাদর্শ ভিত্তিক সুফী ও আধ্যাত্বিকতায় বিশ্বাসী একটি অরাজনৈতিক সংগঠন মদিনার কাফেলা বাংলাদেশ কুমিল্লা জেলা কাউন্সিল অধিবেশন ও পবিত্র ঈদে মিলাদুন্নবী(সা:) শীর্ষক আলোচনা সভা ১৮ সেপ্টেম্বর (সোমবার) বিকেলে নগরীর চকবাজার একটি পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
মদিনার কাফেলা বাংলাদেশ কুমিল্লা জেলা শাখার আহবায়ক মাওলানা মুহাম্মদ আবু সাঈদ নঈমী আত-তা্হেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মদিনার কাফেলা বাংলাদেশ এর চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আব্দুল কাদের খান মাদবপুরী।
তিনি তার বক্তব্যেে সংগঠনকে শক্তিশালী করতে সকলের সহযোগিতা কামনা করেন। রাসুল (সা:) এর আদর্শকে ধারণ করে জীবন পরিচালনার আহবান জানান এবং সংগঠন করার কারন ও আদর্শ তুলে ধরেন।তিনি সংগঠনের আদর্শকে তৃনমুলে পৌঁছে দেওয়ার ও আখেরি জামানায় বিশ্ব শান্তির আহবান জানান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন, মদিনার কাফেলা বাংলাদেশ এর মহাসচিব আল্লামা মুফতী হাসান মুরাদ শারতুনী।
মদিনার কাফেলা বাংলাদেশ এর কুমিল্লা জেলা শাখার সদস্য সচিব দিদার খান মাধবপুরীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাজী মো: জাইদুল হোসাইন ইসহাক, মাওলানা দেলোয়ার হোসেন আল কাদেরী, সাংবাদিক ও কলামিস্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, আলহাজ্ব মোঃ মোরশেদ আলম, শাহজাদা শাহরিয়ার কাইয়ুম দিপু,মাইনুদ্দিন রুবেল , মাওঃ শহিদুল্লাহ আল কাদেরী, মাওলানা নোমান বিন সিরাজী , মাইন উদ্দিন আহমদ জুম্মন প্রমুখ। এ সময় বিভিন্ন দরবারের অনুসারী ও মদিনার কাফেলা বাংলাদেশ এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সকলের সম্মতিক্রমে কাজী মো: জাইদুল হোসাইন ইসহাককে সভাপতি, গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, আলহাজ্ব মোঃ মোরশেদ আলম, মুফতি খাজা ইমরান বিন জেহাদী, মাওঃ ওমর ফারুক জালালী ও মাওঃ মোঃ গোলাম কিবরিয়াকে সহ সভাপতি , মাওলানা আবু সাঈদ নঈমী আত তাহেরীকে সাধারণ সম্পাদক এবং মাওঃ মোঃ জাকির হোসাইনকে সাংগঠনিক সম্পাদক করে ৬৩ সদস্য বিশিষ্ট মদিনার কাফেলা বাংলাদেশ কুমিল্লা জেলা কমিটি ঘোষণা করা হয়।

Daily Frontier News