বুড়িচং প্রতিনিধি।।
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা এবং আরও এক শীর্ষ নেতার কটূক্তির প্রতিবাদে গর্জে উঠেছে কুমিল্লার বুড়িচংয়ে। শুক্রবার (১০ জুন) দুপুরের দিকে নবী প্রেমিক তৌহিদী জনাতা ও ইসলামি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের মিছিলে মিছিলে কম্পিত হয় বুড়িচং সদর।এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদের সমাবেশ অনুষ্ঠিত হয়।
জুম্মা নামাজের পরপরই বুড়িচং সদর বাজারের প্রধান সড়কে সর্বস্তরের মুসলমান ও সচেতন আলেম সমাজের তৌহিদী জনতার ব্যানারে প্রতিবাদ মিছিল প্রদক্ষিণ করা হয়।
এসময় বক্তব্য রাখেন, বুড়িচং দরবার শরীফের পীর হযরত মাওলানা মোঃ আব্দুল জাব্বার, মাওলানা মো: ফয়েজ আহমেদ, মাওলানা বশির আহম্মেদ খান,হুমায়ুন কবির স্বপন,মাওঃ হাশেম,জয়নাল আবেদীন,আল আমিন সহ আরো অনেকে।
এসব কর্মসূচিতে বক্তারা বলেন, ভারতে সম্প্রতি সে দেশের সরকারদলীয় দুই নেতার বক্তব্যে বিশ্বের মুসলিম ফুঁসে উঠেছে। অবিলম্বে ভারতকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। অন্যথায় বিশ্বজুড়ে মুসলিমদের ক্ষোভের বিস্ফোরণ ঘটবে। সেই বিস্ফোরণের দাবানলে পুড়ে ছারখার হয়ে যাবে ভারত।
বক্তারা বাংলাদেশ সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, উগ্র ও সন্ত্রাসী মনোভাবাপন্ন ভারতের সঙ্গে সকল অর্থনৈতিক এবং কুটনৈতিক সম্পর্ক বন্ধ করুন। এতে বিশ্বের দ্বিতীয় মুসলিম দেশ হিসেবে পরিচয় ও স্বীকৃতি বজায় রাখবে বাংলাদেশ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics