ফ্রন্টিয়ার.নিউজ রিপোর্টঃ-
. জেলা ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ১৯শে জানুয়ারি ২০২৩ইং, দুপুর ২ ঘটিকার সময়ে, মুহিব্বিনে আলে রাসূল(সা আ)নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া আয়োজনে। সৈয়দ আশরাফুল আবদাল মুকাল্লিদ, নাসিরপুর দরবার শরীফ এর সভাপতিত্বে সাংবাদিক হেলাল উদ্দিন, মাওলানা জাকির হোসাইন,মাওলানা আব্দুল মান্নান নাঈমী এর সঞ্চালনায়।
. অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পীরে তরিকত শাহ ফকির জহিরুল ইসলাম (জহির রেজভী) পাক পাঞ্জাতন দরবার শরীফ পশ্চিমপাড়া নাসিরনগর।
. প্রধান অতিথি পীরে তরিকত সৈয়দ নাঈম উদ্দিন,দৌলত বাড়ি দরবার শরীফ, বিজয়নগর। প্রধান বক্তাঃ- পীরে তরিকত হরযত মাওলানা হাফেজ মোস্তাক আহমেদ পাঞ্জাতনী,পাক পাঞ্জাতন দরবার শরীফ-ঢাকা। সৈয়দ আব্দুলাহ আল মামুন টুটুল, নাসিরপুর দরবার শরীফ। পীরে তরিকত শাহ সুফি মহসিন ফকির,কামার গাঁও।
. বিশেষ অতিথিঃ- সৈয়দ হাবিব রেজা-ঢাকা। পীর সাহেব নাসির উদ্দিন খান রেজভী,মাধবপুর দরবার শরীফ।
. আমন্ত্রিত পীর-মাশায়েখ ওলামায়ে কেরামঃ- সৈয়দ বাবুল হোসেন চিশতী খান্দুরা, মাওলানা অছিউয়ছ জ্জামান পাঞ্জাতনী, খলিফা পাঞ্জাতন দরবার শরীফ ঢাকা। মাওলানা হাফেজ আবুল বাশার,মহিষ বেড়। মাওলানা আব্দুল মান্নান নাঈমী,চান্দুরা। মাওলানা মীর জাকির হোসেন গাউছিয়া কমিটি নাসিরনগর।মাওলানা গোলাম সাদেক। মোঃ ফকির মনির হোসেন ভান্ডারী সহ সুন্নি আশেকান প্রমূখ।
. সভা শেষে মোনাজাত করেন পীরে তরিকত সৈয়দ নাঈম উদ্দিন,দৌলত বাড়ি দরবার শরীফ বিজয়নগর। অনুষ্ঠান শেষে তবারক বিতরণ ও কেক কেটে, নবী নন্দিনী মা ফাতেমাতুয যাহরা সালামুল্লাহি আলাইহার পবিত্র বেলাদাত দিবস পালন করা হয়।
. বক্তাগণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে মা ফাতেমাতুয যাহরা সালামুল্লাহি আলাইহার জন্মদিনকে জাতীয় নারী ও মা দিবস হিসেবে ঘোষণার দাবী জানান।
. সার্বিক সহযোগীতায় মাওলানা মেরাজুল ইসলাম ।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics