শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি :-
খুলনার পাইকগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পৌর যুবদলের আহবায়ক তৌহিদুজ্জামান মুকুলের সভাপতিত্বে সদস্য সচিব ইমরান হোসেন সরদারের পরিচালনায় মিলাদ মাহফিল ও আলোচনা সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এস এম ইমদাদুল হক,আসলাম পারভেজ, সেলিম রেজা লাখি,তুষার কান্তি মন্ডল,জি এম রুস্তম,সাজ্জাদ আহমেদ মানিক। আরও উপস্থিত ছিলেন, মোহর আলী,মীর আজিজুর রহমান বাবু, আবু তালেব,শেখ ইকবাল হোসেন,আজাহরুল সানা,আমিনূল ইসলাম বজলু,সাইফুল রাশেদ সনি, আকিজ উদ্দীন, এসকে বাবু, হারুনার রশিদ, হযরত আলী, রায়হান পারভেজ টিপু, বাপ্পি, কুদ্দুস, হারুন, সুফিয়ান, ইকবাল, রাজ্জাক, আনারুল,শামছুজ্জামান, মাসুদ রানা, মোস্তফা, আসাবুর,আজিজুর, শফিকুল ইসলাম,আক্তার হোসেন, রনি, রফিকুল, শামীম, আলম, তাইফুর, ববি, আসলাম, রুহিন, হান্নান,চয়ন,আসাদুল, ইমরান, কাদের,জসিম,বাক্কার,আলতাফ, কুদ্দুস হোসেন, রাসেল প্রমূখ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics