মুহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার :
বান্দরবান চাউল ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে বার্ষিক পবিত্র সিরাতুন্নবী (সাঃ)
মানুষিল-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদে আছর হইতে রাত সাড়ে ১২টা পর্যন্ত এই মাফিল চলে। বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের দক্ষিণ গেইটে মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে প্রধানওয়ায়েজিন হিসেবে দিক নির্দেশনামূলক হেদায়তী নচিহ্নতমূলক ইসলামী আলোচনা করেন করেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন চট্টগ্রাম আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদের খতীর আওলাদে রাসুল (সাঃ) আল্লামা হযরত মাওলানাআলহাজ ছাইয়্যেদ মুহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আলমাদানী।
মাহফিলে বিশেষ ওয়ায়েজিন হিসেবে পবিত্র কোরআন হাদীস ও রাসুল (সাঃ) জীবনীর উপর গুরুত্বপূর্ণ ইসলামী আলোচনা করেন, চট্টগ্রাম বাইতুশ শরফ আদর্শ কামিল মাদ্রসার অধ্যক্ষ ও চট্টগ্রাম বাইতুশ শরফ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবুছালেহ মোঃসলিমুল্লাহ।
বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আলা উদ্দিন ইমামী, বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বদরুল হক, বান্দরবান জজ কোট জামেনমসজিদের খতিব হাফেজ মাওলানা মুজিবুল হক।
এছাড়া মাহফিলে উপস্থিত ছিলেন বান্দরবান ইসলাময় র মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা বদিউল আলম,মাওলানা নুর মুহাম্মদ ‘সহ স্থানীয়অন্যান্য ওলায়ে একরাম গণ।
মাহফিলে আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান মাহফিলে আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার জননন্দিত নব নির্বাচিত মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, বান্দরবান চাউল ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর উপদেষ্টা আলহাজ্ব আবুল কাশেম সাওদাগর, উপদেষ্টা আব্দুল হাকিম, কাদের সাওদাগর। এছাড়াও মাহফিলে সার্বিক সহযোগিতা ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন পবিত্র সিরাতুন্নবী (সাঃ) মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি ও বান্দরবান চাউল ব্যবসায়ী সমবায় সমিতি লিঃএর সভাপতি মোহাম্মদ আলী,(প্রকাশে চাউল আলী), সমিতির সাধারণ সম্পাদক মোঃ ওসমান, সমিতির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, সমিতির অর্থ সম্পাদক মোঃ আমিন মস্টার,
সমিতির আহামদ কবির সহ অন্যান্য চাউল ব্যবসায়ী সদস্যরা এবং ইসলাম প্রিয় যুবকের দল।
মাহফিলে বক্তারা বলেন, পবিত্র কোরআন হচ্ছে সমগ্র মানব জাতির জন্য মাহান আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ থেকে পাঠানো একটি সংবিধান, এই কোরআনের মধ্যে ইসলাম যে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা তা প্রকাশ করেছেন মাহান আল্লাহ, মহান আল্লাহ তাঁর প্রিয় রাসূল হযরত মুহাম্মদ (সাঃ) এর উপর পবিত্র কোরআন নাজিল করেছেন, রাসূল (সাঃ) তাঁর উপর অর্পিত দায়িত পরিপূর্ণ ভাবে পালন করেছেন তিনি তাঁর উম্মতের জন্য কষ্ঠ নির্যাতন সহ্য করেছেন, একমাত্র ইসলাম ধর্ম কায়েম করার জন্য। ইসলাম একটি শান্তির ধর্ম। আসুন আমরা সকলে আল্লাহর হুকুম আহকাম ও রাসুল (সাঃ) এর তরীকা মতে আমাদের জীবনগড়ি, তাহলে ইহকাল ও পরকালে শান্তি পাবো। মাহফিলে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী’সহ যারা মাহফিলের আয়োজন করেছেন এবং যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদের সকলের জন্য সর্বপরি দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়। মোনাজাতপরিচালনা করেন আওলাদে রাসূল (সাঃ) আল্লামা হযরত মাওলানা আলহাজ্ব ছাইয়্যেদ মুহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী-আলমাদানী।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics