নাঙ্গলকোট ( কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার নাঙ্গলকোটের বক্সগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সংগঠক ও বক্সগন্জ উচ্চ বিদ্যালয়ের প্রবীন শিক্ষক মাস্টার আখতারুজ্জামান মজুমদারের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরন সভা ১০ মে বুধবার বক্সগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় প্রধান শিক্ষক মোসাঃ মানোয়ারা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারণ সম্পাদক শহীদুল আলম পাটোয়ারী।
আলোচনা করেন সাবেক প্রধান শিক্ষক বাবু রমণী কুমার মজুমদার, সহযোগী অধ্যাপক (অব) সিরাজুল ইসলাম, সোনালী ব্যংক লি: জিএম( অব) স্বপন কুমার দাস, ফায়ার সার্ভিস উপ পরিচালক জসিম উদ্দিন,পরিবার পরিকল্পনা অধিদপ্তর উপ পরিচালক মোস্তফা কামাল, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, পুলিশ পরিদর্শক ইউসুফ আলী পিপিএম, ডমুরুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন কানন, আওয়ামীলীগ নেতা মফিজুর রহমান ভেন্ডার, মাস্টার খোরশেদ আলম, মাস্টার আখতারুজ্জামান বিএসসি, মঞ্জরুল আলম ভূঁইয়া প্রমুখ।
আলোচনা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics