Daily Frontier News
Daily Frontier News

নাসিরনগর দুর্গাপূজা উপলক্ষে জি,আর(চাল) বিতরণ

 

 

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন ২০২২ উপলক্ষে জি,আর( চাল) বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ২৯ সেপ্টেম্বর ২০২২ উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-১(সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। বিশেষ অতিথি ছিলেন,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানা অফিসার ইনচার্জ মোঃহাবিবুল্লাহ সরকার। স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।পুজা উদযাপন কমিটি সাধারণ সম্পাদক নির্মল চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসীম কুমার পাল, সাধারণ সম্পাদক মোঃ লতিফ হোসেন, অনাথ বন্ধু দাস প্রমূখ। জি আর চালের ডিউ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জন প্রতিনিধি,১৫২টি পূজামণ্ডপ কমিটির সভাপতি/ সাধারণ সম্পাদকসহ এলাকার সুধীজন। উল্লেখ্য, নাসিরনগর উপজেলায় এ বছর ১৫২ টি পুজামন্ডপে শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতি পূজামন্ডপের জন্য ৫০০ কেজি জি আর (চাল) এর ডিউ প্রদান করা হয়। তাছাড়াও বি এম ফরহাদ হোসেন সংগ্রাম এম পি মহোদয়ের প্রচেষ্টায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক ১৪ টি মন্দির ও একজন অসহায় দুঃস্থ মানুষের মাঝে ৯০(নব্বই) হাজার ৫০০ টাকার চেক প্রদান করা হয়েছে।

Daily Frontier News