Daily Frontier News
Daily Frontier News

নাসিরনগরে হিন্দু বৃদ্ধ মহিলার সৎকার করলেন মুসলিমরা

 

মোঃ আব্দুল হান্নানঃ-নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ-

 

২০১৬ সালের ৩০ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার উপর দিয়ে বয়ে যায় অনাকাঙ্খিত এক সাম্প্রদায়িক ঘটনা। যা নিয়ে আলোচনার ঝড় উঠে দেশ বিদেশে।সেই অনাকাঙ্খিত ঘটনার কথা মনে পড়লে এখনো অনেকেই আৎকে উঠে। আর যারা এই ঘটনার সৃষ্টি করেছিল তাদের অনেকেই রয়েছে আড়ালে অন্তরালে।সমপ্রতি এরই মাঝে উঠে এল এক সম্প্রীতির ছবি। হিন্দু বৃদ্ধ মিহিলার মরদেহসৎকার করলেন স্থানীয় মুসলিম যুবকরা।ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের গোয়ালনগর গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসী সুত্রে জানা গেছে,উপজেলার ভাটি অঞ্চল নামে খ্যাত গোয়ালনগর ইউনিয়ন পরিষদের পাশে বসবাস করতেন ৮০ বছর বয়স্ক এক বৃদ্ধ হিন্দু মহিলা পরশমনি সরকার। তার আপন বলতে কেউ ছিল না। পরশমনি জীবন কাটিয়েছে অতিকষ্টে। মানুষের কাছ থেকে সাহায্য সহযোগীতা চেয়ে নিয়ে।

বৃহস্পতিবার বিকেলে হঠাৎ মারা যান পরশমনি।
তার সৎকারের জন্য ছিল না কোন জমানো টাকা।পরশমনির মৃত্যুর পর এগিয়ে আসেন গ্রামের যুবক এনায়েত হোসেন রনি,করিম হোসেন ,হারুন মিয়া, মধু মিয়ারা। তারা সবাই চাঁদা তুলে পরশমনির মরদেহ সৎকারের ব্যবস্থা করেন।আশে পাশে কোন হিন্দু বসতি নেই বিধায় পাশের দক্ষিনদিয়া গ্রামের হিন্দুদের তারা ডেকে আনেন। তারপর ৩০/৪০ জন দুই ধর্মের লোক মিলে সম্পন্ন করে বৃদ্ধা পরশমনি সরকারের শেষকৃত্য অনুষ্টান।

এনায়েত হোসেন রনি ও হারুন মিয়া বলেন, আমরা মিলেমিশে থাকি।একে অন্যের বিপদে আপদে এগিয়ে যাই। একসাথে উৎসব পালন করি। আমাদের মধ্যে ধর্ম কোনো দিন বিভেদ তৈরি করেনি।এনায়েত হোসেন রনি বলেন আমরা মানবিক মূল্যবোধ থেকে এ কাজটা করেছি। আমরা চাইনি এ খবরটি কোন মিডিয়ায় প্রচার হউক। ছোট থেকে এভাবেই আমরা একসাথে চলে বড় হয়েছি।

 

Daily Frontier News