সামিয়া সরকারঃ-
নরসিংদী সদর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বাদ মাগরিব প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এ পরিচিতি সভার আয়োজন করা হয়।
সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি জননেতা গোলাম কবির কামাল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক মনিরুল হক জাবেদ।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রকাশনা সম্পাদক জাহিদুল কবির ভূঁইয়া, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, প্রেসক্লাবের উপদেষ্টা নুরুজ্জামান পিটু, নির্বাহী সদস্য রমজান আলী পরামানিকসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দসহ নরসিংদী জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৬০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। সভা শেষে জেলার সকল গণমাধ্যম কর্মীর কল্যাণ ও সুস্বাস্থ্যের জন্য দোয়া করা হয়।
সভাটি সঞ্চালনা করেন নরসিংদী সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics