নরসিংদী থেকে মাসুদ রানা ঃ
৯ই অক্টোবর বাসাইল পেশোয়ারী দরবার শরীফের পেশোয়ার দরবার শরীফের গদীনশিন পীর ও নবনির্বাচিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী’র নেতৃত্বে এ শোভাযাত্রা বের হয়। পরে নরসিংদী
. কাউরিয়াপাড়া জামে মসজিদ, নাগরিয়াকান্দি জামে মসজিদসহ বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল আহলে সুন্নাত ওয়াল জামাত ও পেশোয়ার দরবার শরীফের আশেকান ও ভক্তবৃন্দরা এ শোভাযাত্রায় যোগ দেয়। শোভাযাত্রায় রং-বেরংয়ের কালেমা তৈয়বা খচিত পতাকা প্রদর্শন করা হয়। শোভাযাত্রাটি নরসিংদী শহরের প্রধান
. প্রধান সড়ক প্রদক্ষিণ করে পেশোয়ার দরবার শরীফে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে মিলিত হয়। পরে মোনাজাতে দেশ ও জাতীর কল্যাণ কামনা করা হয়। শোভাযাত্রা ও মোনাজাত পরিচালনা করেন পেশোয়ার দরবার শরীফের গদীনশিন পীর ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী।
. মিলাদুন্নবীর জুশনে জুলুছে উপস্থিত ছিলেন মাইজভান্ডারী দরবার শরীফের পীর সৈয়দ মোহাম্মদ মারুফ বীন কাদের মাইজউদ্দীন ভান্ডারী, সৈয়দ মোহাম্মদ আশিকুর রহমান মাইজউদ্দীন ভান্ডারি, মাওলানা আবুল হোসাইন ও কাজী লুৎফর রহমানসহ জেলার বিভিন্ন স্থান থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics