শাহীন বিশ্বাস পাটকেলঘাটা সাতক্ষীরা প্রতিনিধি॥
শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলায় ১৯৪টি পূজা মন্ডপে সিসি ক্যামেরা বসানোর নামে সরকারি অনুদানের অর্থ লুট-পাটের অভিযোগ উঠেছে। সিসি ক্যামেরা নিন্মমানের হওয়ায় অনেক মন্ডপ কর্তৃপক্ষ তা ফেরত দিয়েছেন।
সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে তালা শিল্পকলা একাডেমি হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পূজা উদ্যাপন পরিষদের আয়োজনে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ অনুদান বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার উপস্থিত সকলের সামনে মাইকে ঘোষনা দিয়ে ক্যামেরা বাবদ ৫৪শ টাকা কর্তন করেন।
মাগুরা শারদীয়া দুর্গাৎসব কমিটির কোষাধ্যক্ষ উত্তম সেন জানান, ক্যামেরার মান খারাপ হওয়ায় আমরা ফিরিয়ে দিয়েছি। হরিশ্চন্দ্রকাটি মন্ডপের সাধারণ সম্পাদক গৌরঙ্গ দালাল, গোনালী মন্ডপের সাধারণ সম্পাদক জীবন ঘোষ, রায়পুর মন্ডপের সাধারণ সম্পাদক তুষার গোলদার সহ অনেকে জানান ৫২শ টাকা ও অন্যান্য ২০০ টাকা মোট ৫৪শ টাকা কর্তন করা হয়েছে। তারা আরও বলেন, ২ টি ক্যমেরার বাজার মূল্য ২ থেকে আড়াই হাজার টাকার বেশী হবে না। আর যে মেমোরি কার্ড দেওয়া হয়েছে, তার ধারন ক্ষমতা ২ দিনের বেশি নয়। তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান জানান, সিসি ক্যামেরা ক্রয়ের বিষয়টি উপজেলা চেয়ারম্যান দেখেছেন এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস জানান সরকারি যে অনুদান সেটি আমি বিতরণ করেছি। সিসি ক্যামেরা ২ হাজার ২ শত টাকা দামেরও আছে এবং ১ লক্ষ টাকা দামের ও আছে। এখন ক্যামেরা ক্রয়ের বিষয়টি পূজা উৎযাপন কমিটির। আমি জানি পূজা উদযাপন কমিটি ১৫০টি ভালো মানের ক্যামেরা ক্রয় করেছে। তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ঘোষ সনৎ কুমার জানান, মান সম্মত সিসি ক্যামেরা দেওয়া হয়েছে, তবে বাজারে সংকটের কারণে সামান্য কয়েকটি ক্যামেরা কম দামী দেওয়া হয়েছে।
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics