১৪ ই সেপ্টেম্বর ২০২৩ ইং –
চিন বালাপুর মাধবদী নরসিংদীতে শ্রীশ্রী চিন চন্ডি মায়ের মন্দিরে মনোরম পরিবেশে বাৎসরিক পূজা উদযাপন-
বাংলাদেশে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। বিচিত্র একটি দেশ বাংলাদেশ। সংগত কারণেই বিভিন্ন সময়ে বিভিন্ন ধর্মের অনুষ্ঠান হয়ে থাকে। পূজা-পার্বণে বিশ্বাসী সনাতনধর্মাবলম্বীরা। পূজা অর্থ আনন্দ, পূজা মানেই উৎসব। ধর্ম আলাদা হলেও উৎসব আর আনন্দ সবার। ঈদের সময় ধর্মভেদে সবাই যেমন আনন্দ উপভোগ করে, ঠিক তেমনি পূজার ক্ষেত্রেও নিজ নিজ ধর্মকে পাশে রেখে একসঙ্গে সময় কাটায়, আনন্দের পসরা সাজায় মানুষ। আর এটি যেমন বাংলাদেশের জন্য সত্য, তেমনি সত্য পৃথিবীর অন্য সব দেশের ক্ষেত্রেও আনন্দ উৎসব।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics