মাসুম মির্জা নিজস্ব প্রতিনিধিঃ–
চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনারের ডিপোতে লাগা আগুনে বাড়ছে লাশের সারি। ধ্বংসস্তূপ থেকে একের পর এক লাশ বের করে আনছেন উদ্ধারকর্মীরা, গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হচ্ছে আরও অনেককে।
এরই মধ্যে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট একসঙ্গে কাজ করছে সেখানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যোগ দিয়েছে সেনাবাহিনীও। তবু নেভানো যাচ্ছে না আগুন, বাড়ছে হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ।
এমতাবস্থায় দেশের মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে আহ্বান জানিয়েছেন তারকা, রাজনৈতিক নেতা, শিল্পীপতি,সমাজ দপর্ন ব্যাক্তিরা, বাদ যাননি বিশিষ্ট শিল্পপতি মোঃ শাহআলম ও।
বিশিষ্ট শিল্পপতি মোঃ শাহআলম কথা বলার সময় তিনি ‘চট্টগ্রামের জন্য প্রার্থনা করেন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics